ভারতের উড়িষ্যায় আঘাত হানলো ফণী, কলকাতা ও ভূবণেশ্বরে ফ্লাইট বাতিল

শুক্রবার সকাল ৯টার দিকে ২০০ কিলোমিটার বেগে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। এর আগেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভূবণেশ^র বিমান বন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধ করা হয়েছে এবং কলকাতা বিমানবন্দর শুক্রবার বিকাল থেকে শনিবার সন্ধ্যা ৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কলকাতা বিমানবন্দরের ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে জরুরী অবস্থা মোকাবেলার জন্য কর্তৃপক্ষ হেলিকপ্টার ও জাহাজ মোতায়েন রেখেছে। বৃহস্পতিবার থেকে উড়িষ্যার গোপালপুর, পুরী, ভূবণেশ^র, পারাদিপ, চান্দবালি, বালাসোর, কলিঙ্গপতনমে সারা রাত ধরে প্রবল ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এবং বিশাখাপত্তনমেও প্রবল বর্ষণ হচ্ছে। সাইক্লোন ফণী এযাৎকালের…

বিস্তারিত