মুক্তিযুদ্ধে দাদার শহীদ হবার গল্প শুনলো শিশু রাহিল-রাফান

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি: জমজ দুই শিশু রাহিল বিন রওশন এবং রাফান বিন রওশন। তারা জানে না তাদের দাদা মুক্তিযোদ্ধা লুৎফর রহমান কিভাবে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন? আর রাহিল ও রাফান তার দাদার গল্প শুনালো যুদ্ধে অংশগ্রহকারী বেঁচে যাওয়া আরেক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলুর কাছে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১সালের ১০ডিসেম্বর জেলার প্রথম উপজেলা হিসেবে হানাদার মুক্ত হয় রাণীনগর উপজেলা। রাণীনগরকে হানাদার মুক্ত করতে সম্মুখ যুদ্ধে শহীদ হন লুৎফর রহমান। শহীদ মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ভাতিজা রওশন বলেন, তার জমজ দুই ছেলে খাস-নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়ালেখা করছে। দুজনই মাঝে…

বিস্তারিত