মেধাবীরা রাতে দেরিতে ঘুমিয়ে থাকেন!

মেধাবীরা রাতে দেরিতে ঘুমিয়ে থাকেন!

বুদ্ধিমান ও মেধাবীরা কিছুটা অগোছালো হয়ে থাকেন বলে দাবি করেছেন গবেষকরা। নিজের মত বা ভাবনাকে সুপ্রতিষ্ঠিত করতে তারা অশালীন শব্দ ব্যবহারেও পিছ পা হন। গবেষণা আরো বলছে, এই ধরণের শব্দের প্রয়োগে তাদের ভাষার প্রবাহ ও শব্দকোষের দখল প্রতিফলিত হয়। গবেষকরা দাবি করছেন, আইকিউ বা বুদ্ধিমত্তা বেশি এমন মানুষ রাতে বেশি সক্রিয় থাকেন। ফলে গভীর রাত পর্যন্ত জেগে থাকেন তারা। যাদের আইকিউ ৭৫ বা তার কম, তারা রাত ১১.৪১ মিনিটের মধ্যে ঘুমিয়ে থাকেন। যাঁদের আইকিউ ১২৩ বা তার বেশি তাঁরা রাত ১২.৩০ মিনিটের পরেও জেগে থাকেন। গবেষণাপত্রে এদের স্মার্ট বলে উল্লেখ…

বিস্তারিত