মেহেরপুরে মাটির তৈরী জিনিস বিক্রি করে জীবন চলে এক গ্রামের মানুষের ।

মেহেরপুরে মাটির তৈরী জিনিস বিক্রি করে জীবন চলে এক গ্রামের মানুষের ।

হাসানুজ্জামান,মেহেরপুরঃ কিশোর বয়সে মনের অজান্তেই মা- বাবার দেখা দেখিতে এই কুমোর জিবনে জড়িয়ে গেছেন মঞ্জুরী পাল। স্বামীর সংসারে এসেও একই কাজ। রাত দিন কাদামাটির কাজ করে যেন হয়ে গেছে মাটির মানুষ। সংসারে রয়েছে এক মেয়ে ২ ছেলে। জমি নেই। এ কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসারের ব্যয় নির্বাহের পাশা পাশি উচ্চ মাধ্যমিক পাশ করানোর পর মেয়েকে বিয়ে দেন। আর বড় ছেলে এম এ পাশ করে একটি বেসরকারী সংস্থায় চাকরী করেন। ছোট ছেলে পড়ছেন উচ্চ মাধ্যমিকে। অন্য ব্যবসা করার মতো অর্থ না থাকায় বাধ্য হয়ে এ পেশায় নিয়োজিত।শুধু মঞ্জুরী পাল…

বিস্তারিত