যিনি প্রিসাইডিং কর্মকর্তা, তিনিই ভাইস চেয়ারম্যান!

শীতের আমেজ কেটে গেছে আরও আগেই। প্রকৃতিতে এখন পাতাঝরা বসন্ত। প্রকৃতিতে এখন চৈত্রের খরতাপ। আর এই সময়ে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। ঋতুচক্রের এই সময়েও পোশাকে আনতে হয় পরিবর্তন। গরমে একদিকে যেমন শরীর থেকে বিরতিহীনভাবে ঘামে ঝরে অন্যদিকে চলফেরায়ও দেখা দেয় অস্বস্তি। ফলে এই সময়টাতে পোশাক বেছে নিতে হবে স্বাচ্ছন্দ্য অনুযায়ী। পোশাক ও পোশাকের রঙ এমন হতে হবে যেটা গায়ে জড়ালে আপনি স্বস্তিতে দিনযাপন করতে পারবেন। গরমের সময় ভুলেও কালো বা অন্য গাঢ় রঙের পোশাক পরবেন না। কারণ, কালো বা অন্য গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে শরীরকে আরও…

বিস্তারিত