‘যুবতী রাধে’ নিয়ে সরলপুরের অভিযোগ দায়ের

‘যুবতী রাধে’ নিয়ে সরলপুরের অভিযোগ দায়ের

সরলপুর ব্যান্ডের বহুল আলোচিত ‘যুবতী রাধে’ গান নিয়ে বিতর্ক কম হয়নি। এবার কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে কপিরাইট অফিসে অভিযোগ দায়ের করেছে দলটি। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে আয়োজন করেছে ‘আমাদের গান’ নামে অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের তৃতীয় আসরে ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানে কণ্ঠ দেন চঞ্চল-শাওন। নতুন করে গানটির সংগীতায়োজন করেন পার্থ বড়ুয়া। সরলপুর ব্যান্ডের ভোকাল মার্জিয়া আমিন তুরিন জানান, আলোচিত এ গান সরলপুর ব্যান্ডের। কারণ এ গানের কপিরাইট সার্টিফিকেট তাদের রয়েছে। আর বিনা অনুমতিতে সরলপুর ব্যান্ডের ৪২ লাইনের এই গানের ৩২ লাইন হুবহু গাওয়ার অভিযোগে গত…

বিস্তারিত