রাজশাহীতে দেশি বলে বিক্রি হচ্ছে ভারতীয় গরু | দৈনিক আগামীর সময়

রাজশাহীতে দেশি বলে বিক্রি হচ্ছে ভারতীয় গরু | দৈনিক আগামীর সময়

রাজশাহীর সিটিহাটে দেশি হিসেবেই দেদারছে বিক্রি হচ্ছে ভারতীয় গরু। যদিও মাস তিনেক আগে আসা এসব গরু মোটাতাজা করেছেন মৌসুমি খামারিরা। দেশি হিসেবে সেগুলোই এখন বাজারে উঠেছে। খামারি ও ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আসা এসব গরু প্রাকৃতিক উপায়েই মোটাতাজা করা হয়েছে। কোরবানি সামনে রেখে প্রতিবছরই এমনটি করেন মৌসুমি খামারিরা। এসব গরুতে লাভও হয় বেশি। ফলে দিন দিন দেশি গরু বাদ দিয়ে ভারতীয় গরু মোটাতাজায় ঝুঁকছেন অনেকেই। বুধবার হাটবার ছিল রাজশাহীর সিটিহাটে। হাটে গিয়ে দেখা গেলো কোরবানিযোগ্য গরুর আধিক্য। এর সিংহভাগই ভারতীয় গরু। ভারতীয় গরুগুলো দেশীয় গরুর চেয়ে তুলনামূলক বড় সাইজের। ৭৫…

বিস্তারিত