রাতের বাস সকালে, সকালেরটা সন্ধ্যায়

রাতের বাস সকালে, সকালেরটা সন্ধ্যায়

রাত সাড়ে ১০টায় নাবিল পরিবহনে দিনাজপুর যাওয়ার কথা মুন্নার। কাউন্টারে খোঁজ নিয়ে জানতে পারেন রাতে বাস ছাড়ছে না। সকালে যোগাযোগ করতে বলা হয় তাকে। পরদিন সকাল সাড়ে ৭টায় বাসে উঠতে পারেন মুন্না। ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী রুটে যানজটের কারণে এ রকম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় সব যাত্রীকেই। অবস্থা এ রকম যে রাতের বাস ছাড়ছে সকালে, সকালেরটা সন্ধ্যায়।   উত্তরাঞ্চল রুটের যাত্রী সাধারণ বলছেন, স্বাভাবিকভাবে বাসায় যেতে সর্বোচ্চ সময় লাগে ৮/৯ ঘণ্টা। কিন্তু এবার ঈদের সময় বাস ছাড়ার আগেই দীর্ঘ ৯ ঘণ্টা দেরি হচ্ছে। এরপর তো রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চন্দ্রা থেকে…

বিস্তারিত