রাসায়নিক প্রয়োগ ঠেকাতে নওগাঁর আমবাগানগুলোতে পুলিশের টহল ॥ ভোক্তারা চায় বিষমুক্তআম

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ আমের ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ঠেকাতে এবং ভোক্তাদের কাছেনিরাপদ ও মানসম্মত আম তুলে দিতে নওগাঁর আম বাগানগুলোতে চলছে পুলিশ প্রশাসন, জেলাপ্রশাসন ও কৃষি বিভাগের বিশেষ নজরদারি। পাশাপাশি রাসায়নিকে পাকানো আমবাজারজাতকরন ঠেকাতে কৃষি বিভাগ থেকে নেয়া হয়েছে বিভিন্ন সচেতনতামূলকপদক্ষেপ। আর তা মেনে চলছেন বাগান মালিকরা। আমের দ্বিতীয় রাজধানী নামে পরিচিতনওগাঁর বরেন্দ্র অঞ্চল পোরশা, সাপাহার, নিয়ামতপুর ও পতœীতলা উপজেলা। আম চাষ লাভজনকহওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে নওগাঁর এই অঞ্চলে আমের চাষ। নওগাঁয় উৎপাদিত আম শুধুদেশেই নয় যাচ্ছে দেশের বাহিরেও। আদালতের নির্দেশ মেনে নওগাঁর আম বাগানগুলোতেনিয়মিত টহল দিচ্ছে পুলিশ। পাশাপাশি জেলা…

বিস্তারিত