রেফারি-আম্পায়ার, কোচরাও আসবেন পুরস্কারের তালিকায়

রেফারি-আম্পায়ার, কোচরাও আসবেন পুরস্কারের তালিকায়

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার এবার প্রদান করা হয়েছে সাতটি ক্যাটাগরিতে। ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট প্রায় সকলকে এই পুরস্কারের আওতায় এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক, ক্রীড়া সংস্থা এই পুরস্কারের আওতার মধ্যে থাকলেও শুধু বাইরে রেফারি, আম্পায়ার ও কোচরা।  আম্পায়ার, রেফারি ও কোচদেরও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান অনেক। রেফারি ও আম্পায়ার ফুটবল,ক্রিকেট সহ বিভিন্ন খেলায় আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে। অনেক কোচ তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে। সালাউদ্দিন, নাজমুল আবেদিন ফাহিমদের মতো কোচদের মাধ্যমে সাকিব, মুশফিকরা তৈরি হয়েছেন। আম্পায়ার, কোচদের পুরস্কৃত করার ব্যাপারে যুব…

বিস্তারিত