রোগীকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে হাসপাতালের কর্মীরা, ভিডিও ভাইরাল

ট্রলি না থাকায় শয্যাশায়ী এক রোগীকে বিছানার চাদরে শুইয়ে টানতে টানতে এক্স-রে রুমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের নেতাজি সুভাষচন্দ্র বসু হাসপাতালের এই ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরই হাসপাতালের তিন জন কর্মীকে বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা এএনআই ভিডিওটি টুইট করেছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের মেঝেয় পড়ে রয়েছেন রোগী। তিনি একেবারেই শয্যাশায়ী। উঠে বসার ক্ষমতাটুকুও নেই। কিন্তু দ্রুত ওই রোগীকে এক্স-রে রুমে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। এর পরই দেখা যায়, হাসপাতালের এক কর্মী রোগী যে চাদরের উপরে শুয়ে ছিলেন, সেটারই একটা…

বিস্তারিত

রোগীকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে হাসপাতালের কর্মীরা

মানুষকে যেখানে সুস্থ হওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার লোকজনই যদি সেবার বদলে উল্টো খারাপ আচরণ করেন তাহলে অসুস্থ রোগীরা কোথায় যাবেন? সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষ বসু মেডিকেল কলেজের চিকিৎসক ও অন্য কর্মীদের দায়িত্ব জ্ঞানহীনতা ও সংবেদনশীলতার অভাব দেখা গেছে। হাসপাতালের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের কর্মচারীরা হাসপাতালের এক রোগীকে মাটিতে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন। একজন রোগীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই ঘটনায় একাধিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালের অভিযুক্ত তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত