রোহিঙ্গা গ্রামে মধ্যরাতে গোলায় অন্তঃসত্ত্বাসহ দুই নারী নিহত

রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবারই মিয়ানমারকে চার দফা নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। এরপর দুই দিনও পেরোয়নি। মধ্যরাতে রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে আচমকা গোলাবর্ষণ করল মিয়ানমারের সেনারা। গত শুক্রবার দিবাগত রাতের এই নৃশংসতায় নিহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারীসহ দুই রোহিঙ্গা। আহত হন সাতজন। মিয়ানমারের পার্লামেন্টে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় বুচিডং শহরের সদস্য মং কিয়াও গতকাল শনিবার জানান, রাখাইনের কিন তং গ্রামে মধ্যরাতে গোলাবর্ষণ করে সেনাবাহিনী। এতে দুই নারী নিহত ও সাতজন আহত হন। তিনি বলেন, কোনো ধরনের সংঘাত চলছিল না তখন। কিন্তু হঠাৎ ওই গ্রামে গোলাবর্ষণ করা হয়। কিন তংয়ের…

বিস্তারিত