শঙ্কায় ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি

করোনাভাইরাসের তাণ্ডবে ভেঙে পড়া ইউরোজোনের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সেই ইঙ্গিতই দিচ্ছে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের এই অঞ্চলের হিসাব।  বিবিসি’র খবরে বলা হয়েছে, জুলাই-আগস্ট-সেপ্টেম্বর এই তিন মাসে (তৃতীয় প্রান্তিক) ইউরোজনের অর্থনৈতিক কার্যক্রমের প্রবৃদ্ধি হয়েছে ১২.৭ শতাংশ। আগের প্রান্তিকের সঙ্গে এই তুলনা করে এই হিসাব করা হয়েছে। তবে, চলতি বছরের প্রথম ৬ মাসের পতনের তুলনায় এই উত্থান অবশ্যই যথেষ্ট নয়। এই প্রবৃদ্ধিও এই অঞ্চলের অর্থনৈতিক উত্থানকে আশ্বস্ত করতে পারছে না; কারণ, করোনাভাইরাসের দ্বিতীয় আঘাতে আবারও বিপর্যস্ত হতে শুরু করেছে ইউরোপসহ বিভিন্ন দেশের অর্থনীতি।

বিস্তারিত