শেষ দিনের ‘ফাঁদ’ এড়াতে সতর্ক ক্রেতা-বিক্রেতারা | দৈনিক আগামীর সময়

শেষ দিনের ‘ফাঁদ’ এড়াতে সতর্ক ক্রেতা-বিক্রেতারা | দৈনিক আগামীর সময়

কোরবানির বাকি আর একদিন। সে হিসেবে আগামীকাল (মঙ্গলবার) কোরবানির শেষ হাট। শেষ দিনে এসে কখনো কোরবানির পশু না পেয়ে দড়ি কিনেই বাড়ি ফিরতে হয় ক্রেতাদের, আবার কখনো পানির দামে প্রিয় পশুটি বিক্রি করে চোখের জলে ভাসেন ব্যাপারীরা। তাই এবার আর শেষ দিনের ‘ফাঁদে’ পা দিতে রাজি নন ক্রেতা-বিক্রেতা কেউই। সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুপুরের কড়া রোদ উপেক্ষা করে চট্টগ্রামের সবগুলো পশুর বাজারে ভিড় করছেন ক্রেতারা। পারত পক্ষে ক্রেতাদের ফেরত দিচ্ছে না বিক্রেতারাও। সব মিলিয়ে আজ জমজমাট চট্টগ্রামের পশুর হাট। সোমবার (২০ আগস্ট) সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নগরের কয়েকটি…

বিস্তারিত