সামাদ জীবিত হলেও ভোটার তালিকায় মৃত!

নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা আব্দুস সামাদ। পেশায় সাধারণ একজন কৃষক। সদা হাস্যোজ্জল, নিজের কৃষি জমিতে, সংসারে কাজকর্মে সুস্থ স্বাভাবিক মানুষ। তিনি বাস্তবে জীবিত হলেও ভোটার তালিকায় মৃত! যদিও ন্যাশনাল আইডি কার্ডে তিনি জীবিতই রয়েছেন। তবে ভোটার তালিকায় মৃত নাম সংশোধনের জন্য ৫ বছর ধরে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনের পাশাপাশি মৌখিক অনুরোধ আর জনপ্রতিনিধিদের জানানোর পরেও সরকারি খাতায় তিনি জীবিত হতে পারেননি! দেশের নাগরিক হয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি গেল দুটি নির্বাচনে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শর্ট টাইমে সংশোধনের আশ্বাস দিলেও আব্দুস সামাদ জানেন না শর্ট টাইম মানে কত বছর? শুক্রবার…

বিস্তারিত