সোশ্যাল মিডিয়ার ছোবলে জাতি হতে পারে মেধা শূন্য

 মোবাইল ব্যবহার,গুগল, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের একটা নির্দিষ্ট বয়স এবং ওয়েবগুলোর কিছু সাইডে প্রবেশ সংরক্ষিত করা উচিত নয় কি? তা না হলে আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে মেধাশূন্য হয়ে পড়বে! আমরা যারা ফেসবুক চালাই বা ব্যবহার করি তাদের বেশির ভাগই বিকৃত রুচির পর্যায়ে চলে গেছে।আমরা ভালো কিছুকে ভালো বলতে জানি না! দুঃখের পোস্টেও ওয়াও লিখি,লাইক দেই, লাভ সিম্বল দেই।সুন্দরী মহিলার ছবি দেখলে হামলে পড়ি। ওয়াও, ওয়াও বলে জীবনটা শেষ করে দিতে পারলেও বোধহয় পিছপা হতাম না! যাদের ফ্রেন্ডলিস্টে ৪-৫ হাজার ফ্রেন্ড রয়েছে তারা যদি একটা সামাজিক,মানবিক লেখা…

বিস্তারিত