হিজাব পরে বক্সিং প্রতিযোগিতায় তরুণী

আন্তর্জাতিক বক্সিং সংগঠন (এআইবিএ) গত ফেব্রুয়ারিতে ধর্মীয় অনুশাসন মেনে ফাইটারদের হিজাব পরা ও শরীর কাপড় দিয়ে আবদ্ধ করার ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। এর মধ্য দিয়ে ১৮ বছর বয়সী মুসলিম তরুণী সাফিয়া সাইদ যিনি হিজাব পরেন, এখন তার বক্সিংয়ের প্রতি প্রেম আরও একধাপ এগিয়ে নিয়ে পারবেন। যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরের সাফিয়া গত বছর বক্সিং শুরু করেন। সে সময় তিনি অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়া (ক্ষুধামন্দা ও খাবারের প্রতি অনীহা) রোগে ভুগছিলেন। অসুস্থ থাকাকালীন তিনি বক্সিংয়ে ক্যারিয়ার শুরু করা নিয়ে লিখালিখিও করেন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বক্সিংয়ে আসার যাত্রা নিয়ে সাফিয়া বলেন, ‘আমি দেখাতে…

বিস্তারিত