মেহেরপুরে পুকুর থেকে তোলা হচ্ছে বালু,হুমকি মুখে ফসলি জমি।

মেহেরপুরে পুকুর থেকে তোলা হচ্ছে বালু,হুমকি মুখে ফসলি জমি।

হাসানুজ্জামান,মেহেরপুরঃমেহেরপুর সদর উপজেলার অন্তর্গত বারাদি ইউনিয়ন সিংহাটি গ্রামে অবাধে চলছে বালু উত্তোলন। সিংহাটি গ্রামের হারদা বিলের অপরপাশে মাঠে প্রায় বিশ দুটি পুকুর থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে গভীর গর্ত খুঁড়ে চলছে একটি অসাধু চক্রের বালু উত্তোলনের মহাযজ্ঞ।এসব বালু উত্তোলনের ফলে এলাকার ফসলি জমি গুলো হুমকির মুখে পড়েছে। বদলে যাচ্ছে জমির শ্রেণি। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে এলাকার লোকজনের।এছাড়াও উক্ত বালু বহনে ব্যবহার করা হচ্ছে যন্ত্রদানব খ্যাত ট্রাক্টর। এসব ট্রাক্টর পরিবেশ বিপন্ন করে চলছে দিবানিশি। ট্রাক্টরের বিশাল আকৃতির চাকায় পিষ্ট হচ্ছে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাঘাট। প্রায় সকল রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে বাসিন্দাদের…

বিস্তারিত