১২৯ বছরে যে লজ্জা প্রথমবার পেল লিভারপুল

১২৯ বছরে যে লজ্জা প্রথমবার পেল লিভারপুল

ইয়ুর্গেন ক্লপের হাত ধরে বদলে গিয়েছিলো লিভারপুল। অ্যানফিল্ড ফিরে গিয়েছিলো তার পুরনো রূপে। যে মাঠ থেকে জয় নিয়ে ফেরা যে কোনো ক্লাবের জন্যই ছিলো এক দুঃসাধ্য অভিযান। এই ক্লপের অধীনেই অ্যানফিল্ডে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছিল অলরেডরা। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখা হয়ে গেলো জার্মান মাস্টার মাইন্ডের।  অবশ্য এখন ক্লপকে মাস্টার মাইন্ড আদৌ কেউ বলবে কি না, এ নিয়ে তর্ক হতেই পারে। ৩০ বছর পর ইংলিশ লিগের শিরোপা অ্যানফিল্ডে ফিরিয়ে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছিলো ফিরমিনো-সালাহরা। তারাই এবার হয়তো দুয়ো দিবে ক্লপ ও তাঁর ফুটবলারদের। কারণ এমন এক লজ্জার…

বিস্তারিত