২০২৪ সালে আসছে ডানাযুক্ত জাহাজ

জাহাজের নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ওয়ালেনিয়াস মেরিন-এর সঙ্গে যুক্ত হয়ে সুইডেনের একটি প্রতিষ্ঠান অত্যাধুনিক জাহাজ চালু করতে যাচ্ছে। ৬ থেকে ৭ হাজার গাড়ি ধারণক্ষমতা সম্পন্ন চারটি বিরাট ডানাযুক্ত জাহজটি আগামী ২০২৪ সালের দিকে আটল্যান্টিক মহাসাগরে চলাচলের কথা রয়েছে। আধুনিক জাহাজটি ৯০ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে সক্ষম বলে দ্য ড্রাইভেন এর প্রতিবেদনে বলা হয়েছে। এরই মধ্যে জাহাজটির প্রাথমিকভাবে দুটি নাম দেয়া হয়েছে, ওশেনবার্ড এবং দ্য উইন্ড পাওয়ার কার ক্যারিয়ার- ডব্লিউপিসিসি। ওয়ালেনিয়াস মেরিনের দাবি, এই নকশাটি জাহাজের নতুন যুগের সূচনা করবে। এদিকে, চলতি বছরের গোড়ার দিকে জাহাজ ওশেনবার্ডের একটি ছোট মডেলের সফলভাবে সাগরে পরীক্ষা চালানো হয়েছে। …

বিস্তারিত