৫ম দিনেও আজারবাইজান-আর্মেনিয়ার ব্যাপক সংঘর্ষ

বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বৃহস্পতিবার সংঘাতের পঞ্চম দিনেও দুই পক্ষের মধ্যে ভারি গোলাবর্ষণ হয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দখলকৃত অঞ্চলে আর্মেনীয় বাহিনীর বিরুদ্ধে রাতভর গোলাবর্ষণ চালিয়েছে তারা। অন্যদিকে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা পরিস্থিতি উত্তেজনাকর হিসেবে উল্লেখ করে জানিয়েছে উভয়পক্ষের মধ্যে গোলাবিনিময় হয়েছে। আর্মেনিয়ার  এক কর্মকর্তা দাবি করেন, শত্রুরা (আজারবাইজানিরা) নিজেদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করেছিল। কিন্তু আর্মেনিয়ার সেনাবাহিনী তা নস্যাৎ করে দিয়েছে। এদিকে টানা সংঘাতে বেসামরিকসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। আর্মেনিয়ার ১০৪ সেনা ও ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে…

বিস্তারিত