৫৬ ছবির বছর

বেশ কয়েক বছর ধরেই দেশীয় চলচ্চিত্র দর্শক-খরায় ভুগছে। মুক্তিপ্রাপ্ত কোনো ছবিই যেন ব্যবসা সফল হতে পারছিল না। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালও বাংলা চলচ্চিত্রের জন্য মোটেও সুখকর ছিল না। দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে হলের সংখ্যা। আর ব্যবসার মন্দায় মুক্তিপ্রাপ্ত ছবির তালিকাও ক্রমে ছোট হয়ে আসছে। বাণিজ্যিক ও বিকল্প ধারার ছবি মিলিয়ে এ বছর মোট ৫৬টি ছবি মুক্তি পেয়েছে। তবে খাতা-কলমে এই ৫৬ ছবির মধ্যে যৌথ প্রযোজনার রয়েছে চারটি। আর আমদানি করা ৪টি। নিরেট দেশি ছবি তাহলে দাঁড়ায় ৪৮টি! এর মধ্যে বেশিরভাগ ছবিতেই বিনিয়োগ করা পুঁজি তুলতে পারেননি প্রযোজকরা। দু’একটাতে যে…

বিস্তারিত