brandbazaar globaire air conditioner

আলিয়ার নতুন সিনেমা বয়কটের ডাক

আলিয়ার নতুন সিনেমা বয়কটের ডাক

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর এবার আলিয়া ভাটের ‘ডার্লিং’ বয়কটের আওয়াজ উঠেছে সোশ্যাল মিডিয়াতে। সিনেমাটি পুরুষদের উপর অত্যাচারকে প্রোমোট করছে- এমন অভিযোগ এনে এই বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

অভিযোগ করা হচ্ছে, সিনেমাটিতে পুরুষদের দুর্বল ও ছোট করে দেখানো হচ্ছে।

এসব অভিযোগ উঠলেও নিজের প্রযোজনায় তৈরি প্রথম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর তো বলিউডে আলিয়াকে নিয়ে হইচই পড়ে গেছে। অনেকে বলছেন, এভাবে আলিয়াকে আগে দেখা যায়নি।

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এর আড়াই মাস পরই আলিয়া ঘোষণা দেন- মা হতে যাচ্ছেন তিনি।

‘ডার্লিং’ সিনেমাটি আজই মুক্তি পাবে নেটফ্লিক্সে।

 

 

Related posts