ইউএসএইডের শুভেচ্ছাদূত হলেন মাহমুদউল্লাহ

ইউএসএইডের শুভেচ্ছাদূত হলেন মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) শুভেচ্ছাদূত হলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে তিনি এই গৌরব অর্জন করলেন।

ইউএসএইডের শুভেচ্ছাদূত হলেন মাহমুদউল্লাহ

সোমবার রাজধানীর একটি হোটেলে ইউএসএইডের শুভেচ্ছাদূত হিসেবে সংস্থাটির সঙ্গে ১ বছরের জন্য চুক্তি করেন মাহমুদউল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।

সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচারণার কাজে অংশ নেবেন মাহমুদউল্লাহ। সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন বিপিএলে খুলনা টাইটান্সের এই অধিনায়ক।
সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment