brandbazaar globaire air conditioner
ব্রেকিং নিউজঃ

কন্যাসন্তানের মা হলেন নেহা ধুপিয়া

কন্যাসন্তানের মা হলেন নেহা ধুপিয়া

কন্যাসন্তানের মা হলেন নেহা ধুপিয়া৷ রবিবার সকালে কন্যা জন্ম দেন এই মডেল-অভিনেত্রী। গত মে মাসে বিয়ের ছবি আপলোড করে চমকে দিয়েছিলেন সকলকে৷ আগস্ট মাসে ট্যুইটারে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে এনে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন নেহা এবং অঙ্গদ৷

অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি চুপিসারে বিয়ে সেরেছিলেন তিনি৷ এমনই সকল কটাক্ষের স্বীকার হন এই তারকা দম্পতি৷ তিনি অবশ্য চুপ করে থাকেননি৷ কড়া জবাবও দিয়েছেন৷ প্রতিবাদ করেছিলেন সেই ট্রোলগুলির৷ যদিও সেসব এখন অতীত৷ সব ভুলে প্রথম সন্তানের খুশিতে আত্মহারা নেহা এবং অঙ্গদ৷

কয়েক সপ্তাহ আগেই মুম্বাইয়ের একটি পাঁচতারা রেস্টুরেন্টে স্ত্রী’র জন্য বেবি শাওয়ারে একটি পার্টি হোস্ট করেছিলেন অঙ্গদ৷ যেখানে সালমান খানের পরিবারের সদস্য থেকে শুরু করে উপস্থিত ছিলেন করণ জোহর, মনিশ মালহোত্রা, প্রীতি জিনতাসহ অনেকে৷

মে মাসের ১০ তারিখ সকাল সকাল করণ জোহরের ট্যুইটে নায়িকার বিয়ের খবর সামনে এসেছিল৷ অত্যন্ত সাদামাটা ভাবেই সম্পন্ন হয়েছিল শুভবিবাহ। উপস্থিত ছিলেন নবদম্পত্তির ঘনিষ্ট কিছু বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনরা। দিল্লির গুরুদ্বোয়ারে সম্পূর্ণ শিখ রীতি মেনেই নতুন জীবনে পা রেখেছিলেন এই তারকা জুটি।

Related posts

Leave a Reply