গোপালপুরে মা ও শিশু’র স্বাস্থ্য পরীক্ষায় হেলথক্যাম্প অনুষ্ঠিত

মো. নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার উপকারভোগী মহিলাদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) ঝুটন চন্দ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, পৌরমেয়র রকিবুল হক ছানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ড. নাজমিন জাহান সুলতানা, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ড. জিনিয়া শারমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল ও সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ। এসময় ডাক্তারদের মাধ্যমে পৌরসভার ৩৫০ জন উপকারভোগী মা ও শিশু’র বিনামূল্যে  স্বাস্থ্য পরীক্ষা, লাইফবয় সাবান ও ওরস্যালাইন বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment