brandbazaar globaire air conditioner

তিন উপজেলায় যুবলীগের কাউন্সিল; চাওয়া হয়েছে জীবন বৃত্তান্ত

তিন উপজেলায় যুবলীগের কাউন্সিল; চাওয়া হয়েছে জীবন বৃত্তান্ত

নিজস্ব প্রতিনিধি: নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রত্যাশিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা কাউন্সিল। তারিখ নির্ধারিত না হলেও জেলার পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের কাছ থেকে চাওয়া হয়েছে জীবন বৃত্তান্ত। যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে রোববার ১৯ ফেব্রুয়ারী ও সোমবার ২০ ফেব্রুয়ারী জেলা কমিটির কাছে ওই তিনটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য জেলা যুবলীগের কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ১৮ ফেব্রæয়ারী শনিবার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

স্থানীয় যুবলীগ সূত্র জানায়, এ ঘোষণার পর থেকে উপজেলা যুবলীগের বেশ কয়েকজন পদপ্রত্যাশী নেতা জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। বেশ কয়েকজন নেতা ইতোমধ্যে জেলা নেতাদের কাছে তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। যুবলীগের কয়েকজন সক্রিয় নেতা, ছাত্রলীগের কয়েকজন নেতা এবং গত কমিটিতে পদ না পাওয়া ত্যাগি নেতকর্মীরাও পদ পেতে তোড়জোড় চালাচ্ছেন। ভোটের আগে ওই ৩ সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলে যুবলীগের নেতাকর্মীরা মাঠে সরব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে দীর্ঘসময় পর উপজেলা যুবলীগের সন্মেলনকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরেছে বর্তমানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে যুক্ত থাকা নেতাকর্মী এবং ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে। সংগঠনে পদ-পদবি না থাকার পরও রাজনীতিতে সক্রিয় থাকা নেতাকর্মীরা যুবলীগের মাধ্যমে নেতৃত্বে আসার স্বপ্ন দেখছেন। তাই ব্যস্ততা ও উৎফুল্ল দেখা গেছে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির ৩টি উপজেলা সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের মাঝে। আর এ কাউন্সিলকে ঘিরে নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় দিন রাত পরিশ্রম ও ব্যস্ত সময় পার করছেন।

পোরশা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন কালবেলাকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের পদের জন্য জীবন বৃত্তান্ত চাওয়ায় উপজেলা যুবলীগের নেতাকমীদের মাঝে উৎফুল্ল দেখা দিয়েছে। আমাদের এই উপজেলায় দীর্ঘ ৫বছর পর হতে যাচ্ছে এই কাউন্সিল। তাই নেতাকর্মীদের মাঝে আলাদা উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা যুবলীগের কাছে বর্তমান কমিটির পাশাপাশি নতুন মুখ তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছে বা দিবে। আশা করি সকল দিক বিবেচনা করে ভালো নেতৃত্ব আসবে পোরশা উপজেলা যুবলীগে।

একই মন্তব্য করে নিয়ামতপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুজ্জামান সাগর কালবেলাকে বলেন, দীর্ঘ ৬বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা যুবলীগের সন্মেলন। এই সন্মেলনকে ঘিরে পদপ্রত্যাশীদের মাঝে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। বর্তমানে অনেক নেতাকর্মী স্বত:স্ফুর্তভাবে তাদের সিভি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান যুবলীগের নেতাকর্মী, ছাত্রলীগ থেকে ও গত কমিটিতে যারা বাদ পড়েছেন তারাও সিভি জমা দিবে। তবে এই উপজেলা থেকে সাধারণ সম্পাদক পদেই বেশি সিভি জমা পড়বে। মোট কথা মন্ত্রীর এই এলাকাতে সন্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য সময় বেঁধে দিয়ে তাদের জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে। জীবন বৃত্তান্ত নেওয়া শেষ হলেই কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে সন্মেলনের তারিখ জানিয়ে দেওয়া হবে। আশা করছি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ত্যাগি, সৎ ও যোগ্যদের নিয়ে ওই তিন উপজেলায় দক্ষ ও কর্মী বান্ধব কমিটি গঠন করতে পারবো।

 

Related posts