brandbazaar globaire air conditioner

পাকিস্তানের এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়

পাকিস্তানের এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়

সন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা এখনো কাটেনি। চলতি বছরের সেপ্টেম্বরে আসরটি শুরুর কথা থাকলেও তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মূলত ভারতের খেলতে অনাগ্রহের কারণে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ‘হাইব্রিড’ প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। যদিও অন্য দেশগুলো আগ্রহ না দেখানোয় সে প্রস্তাবও ধোপে টেকেনি। এছাড়া কদিন আগে নিরপেক্ষ ভেন্যু তথা ইংল্যান্ডের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনের কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তবে তার এমন প্রস্তাবের বিরোধিতা হচ্ছে খোদ পাকিস্তানেই।

এদিকে, এশিয়া কাপের বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশকেও প্রস্তাব দেওয়া হয়েছিল বলে একদিন আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত বৃষ্টি সমস্যার কারণেই বিসিবি এশিয়া কাপের প্রস্তাবে রাজি হয়নি এমনটাই জানিয়েছেন পাপন। একইসঙ্গে বিসিবির শীর্ষ এই কর্মকর্তা মনে করেন, টি-টোয়েন্টি হলে ভেবে দেখা যেত। উল্লেখ্য, সামনে ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপ ওডিআই ফরম্যাটে হতে যাচ্ছে।

 

এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিসিবি প্রধান গতকাল (বৃহস্পতিবার) মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি। তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে।’

তবে আসন্ন আসরটি শ্রীলঙ্কার মাটিতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলেও মত দিলেন পাপন। তিনি বলছিলেন, ‘একটা দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে। আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।’

 

Related posts