প্রযুক্তি প্রতিষ্ঠানদের শাস্তি, সিনেটে আইন

প্রযুক্তি প্রতিষ্ঠানদের শাস্তি, সিনেটে আইন

আদালতের রায়ের অধীনে এনক্রিপটেড ডেটায় প্রবেশাধিকারের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করতে অস্বীকৃতি জানানো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ‘সিভিল পেনাল্টি’র সম্মুখীন হতে পারে- এমন একটি খসড়া আইন বানাতে যাচ্ছে মার্কিন যুক্ত্ররাষ্ট্রের সিনেট। এ নিয়ে চলমান আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের মাধ্যমে এ খবর পেয়েছে রয়টার্স।
প্রযুক্তি প্রতিষ্ঠানদের শাস্তি, সিনেটে আইন

সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ কর্মকর্তা রিপাবলিকান দলের রিচার্ড বার ও ডেমোক্রেট দলের ডিয়ান ফেইনস্টাইন প্রণীত ‘বহুল প্রতিক্ষীত’ এই খসড়া বিল উত্থাপিত হতে পারে। তবে এ সংক্রান্ত কোনো নির্দিস্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি বলে এ সূত্র জানিয়েছে।

সূত্রমতে, প্রস্তাবিত এই আইনের অধীনে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত আইফোন সংক্রান্ত মামলায় আদালতের মুখোমুখি হওয়া অ্যাপল এবং এ ধরনের আইনি প্রক্রিয়ায় থাকা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সিভিল পেনাল্টির সম্মুখীন হতে পারে।

যুক্তরাষ্ট্রের স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত সৈয়দ রিজোয়ান ফারুক নামে এক ব্যাক্তি। তদন্তের স্বার্থে তার ব্যবহৃত আইফোন আনলকের প্রয়োজন পড়ে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর। ওই আইফোন আনলক করে এফবিআই-কে সহায়তা করতে অ্যাপলকে আদেশ দেয় লস অ্যাঞ্জেলস-এর এক আদালত।

সমস্যা হল, এফবিআই আবদার করে বসেছে কেবল ওই একটি ফোন নয়, সকল আইফোনের জন্যই যখন-তখন আনলকের একটি ‘পথ’ বানিয়ে দিতে হবে অ্যাপলকে। যদিও এফবিআই বলছে, এই তদন্তের জন্য কেবল একবারই ব্যবহার করা হবে ওই সুবিধা। আর এরপর এ নিয়ে অ্যাপলকে সমর্থন দিতে জোট বাঁধে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠান।

অন্যদিকে, ডেমোক্রেট দলের সিনেটর মার্ক ওয়ার্নার আর রিপালিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল ‘গভীরে যেতে থাকা’ এই সমস্যা সমাধানে একটি জাতীয় কমিশন গঠন করতে নতুন একটি খসড়া প্রস্তাব করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment