brandbazaar globaire air conditioner
ব্রেকিং নিউজঃ

বাবরের কপালে চিন্তার ভাঁজ, ভারত ম্যাচের আগে চোটে আরও এক পেসার

এশিয়া কাপের আগে চোটাঘাতে ক্ষতবিক্ষত পাকিস্তানের বোলিং লাইনআপ। টুর্নামেন্ট শুরুর আগেই হাঁটুর চোট নিয়ে লম্বা সময়ের জন্য দল থেকে ছিটকে গেছেন দেশটির সময়ের সেরা পেস তারকা শাহীন শাহ আফ্রিদি। এবার তার জায়গায় যে মোহাম্মদ ওয়াসিম খান জুনিয়রের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, তিনিও চোটে পড়েছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন ওয়াসিম। দলের সঙ্গে দুবাইতে পৌঁছে এখন পর্যন্ত তিনটি অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন তিনি। পিঠের ব্যথা বাড়লে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন স্ক্যানের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

তরুণ পেসার ওয়াসিমের জন্মদিন ছিল কাল। পাকিস্তানের হয়ে ১১ টি-টোয়েন্টি খেলা এই তরুণের প্রথমবারের মতো দেশের জার্সিতে বড় কোনো টুর্নামেন্টে খেলার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

Related posts