বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি

তৃতীয় পর্বের খেলা শেষে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শেষের চারে দৌড়ে সুযোগ রয়েছে ৭টি দলেরই। ঢাকায় প্রথম পর্বে একচেটিয়া আধিপত্য ছিল ঘরের দল ঢাকা ডায়নামাইটসের। তবে সিলেট পর্ব ও ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে সমানে সমানে লড়েছে বাকি দলগুলোও। ঢাকার ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। ঢাকাকে পেছনে ফেলে তালিকায় শীর্ষে রয়েছে চিটাগং ভাইকিংস। ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে রয়েছে তারা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যে। কুমিল্লার ১০ পয়েন্টের বিপরীতে রংপুর ও রাজশাহীর রয়েছে ৮ পয়েন্ট করে। মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট থাকলেও এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েনি সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস। এমন অবস্থায় বিপিএল এখন মাতাবে চট্টগ্রামে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে চতুর্থ পর্ব। চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। এই পাঁচ দিনে মোট ১০টি ম্যাচ হবে বন্দর নগরীতে। চট্টগ্রাম পর্বের সূচি

তারিখ ম্যাচ সময়
২৫ জানুয়ারি, শুক্রবার সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস   চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স দুপুর-২.০০ মিনিট   সন্ধ্যা-৭.০০ মিনিট  
২৬ জানুয়ারি, শনিবার সিলেট সিক্সার্স-খুলনা টাইটানস   চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস দুপুর-১.৩০ মিনিট     সন্ধ্যা-৬.৩০ মিনিট  
২৮ জানুয়ারি, সোমবার খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস   ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স দুপুর-১.৩০ মিনিট     সন্ধ্যা-৬.৩০ মিনিট  
২৯ জানুয়ারি, মঙ্গলবার চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স   রংপুর রাইডার্স-রাজশাহী কিংস দুপুর-১.৩০ মিনিট     সন্ধ্যা-৬.৩০ মিনিট
৩০ জানুয়ারি, বুধবার চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস   সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস দুপুর-১.৩০ মিনিট     সন্ধ্যা-৬.৩০ মিনিট  
https://www.youtube.com/watch?v=FAJ-T1LdmDQ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment