brandbazaar globaire air conditioner
ব্রেকিং নিউজঃ

স্মৃতিশক্তি হারিয়েছেন দিশা পাটানি

স্মৃতিশক্তি হারিয়েছেন দিশা পাটানি

‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ থেকে দর্শকদের মনে জায়গা করে নিতে বেশি সময় নেননি দিশা পাটানি। বেশ অল্প সময়েই বলিউডে নিজের একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন তিনি।

ইদানিং তিনি বেশ আলোচিত জিমে ঘাম ঝরানোর জন্য। এছাড়াও টাইগার স্রফের সঙ্গে সম্পর্কের জন্য নিয়মিতই সংবাদ শিরোনাম হন তিনি।

২০১৯ সালে অভিনেত্রীর সঙ্গে মারাত্মক এক ঘটনা ঘটে যায়। যার ফলে ছয় মাসের জন্য স্মৃতি চলে যায় তার।

এক সাক্ষাৎকারে দিশা জানান, একটি ছবির শুটিং চলাকালীন মাথায় আঘাত পান তিনি। যার ফলে তার জীবন থেকে মুছে যায় ছয় মাসের স্মৃতি। স্মৃতি মুছে গেলেও সেই অভিজ্ঞতা মনে আছে দিশার।
এক ভিলেন রিটার্নস সিনেমার ব্যর্থতার পর দিশার পরবর্তী সিনেমা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। ছবির নাম যোদ্ধা।

 

Related posts