আগামী নির্বাচনে ঢাকা-১ আসনে নৌকার বিজয়ে স্বেচ্ছাসেবকলীগ অগ্রণী ভূমিকা পালন করবে ——-এ্যাডঃ আব্দুল মান্নান খান

আবুল হাশেম ফকির:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দোহার-নবাবগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ অগ্রণী ভূমিকা পালন করবে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও পৌরসভা সেবকলীগের যৌথ উদ্যোগে ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের দলীয় প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন,প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রে ব্যপক উন্নয়ন করেছে। বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে। এই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূণরায় প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে । দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, অতীতের ন্যায় আগামীতেও স্বেচ্ছাসেবক লীগ দোহার নবাবগঞ্জে (ঢাকা-১) আসনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী, সহ-সভাপতি বাশার মুন্সি, শহীদ চৌধুরী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাশার চোকদার, সাধারন সম্পাদক হাবিব বেপারী, পৌরসভার সভাপতি সালাউদ্দনিন,সহ-সভাপতি ফয়সাল,সাধারন সম্পাদক নবী হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.রাজীব শরীফ, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ, স্বেচ্ছাসেক লীগ নেতা আব্দুল কুদ্দুস, টিটু ভূইয়া,নাসির খান, কালাম মাষ্টার, সিমান্ত শিকদার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা। এর আগে বিকেল ৪টায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন উপলক্ষে দোহার আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। র‌্যালীটি জয়পাড়া ব্রিজ প্রদক্ষিন করে রতন চত্বরে এসে শেষ হয়। পরিশেষে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে সভার কার্যক্রম শেষ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment