আরেকটি ডাবলের অপেক্ষায় বিজয়, সুযোগ মেহেদীরও

ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেছিলেন এনামুল হক বিজয়। রংপুরের বিপক্ষে খেলেছিলেন ২১৬ রানের দারুণ ইনিংস। লিগের শেষ রাউন্ডেও ডাবল সেঞ্চুরির হাতছানি খুলনার ওপেনারের সামনে। দ্বিতীয় দিনের খেলা শেষে অপরাজিত আছেন ১৬৭ রানে।

দ্বিতীয় রাউন্ডে নিজের প্রথম ম্যাচে ১৭৭ রানে আউট হয়ে ডাবল সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছিলেন খুলনার আরেক ব্যাটসম্যান মেহেদী হাসান। মেহেদীর সামনে ডাবলের সুযোগ এসেছে আবার। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত ১৬৮ রানে।

বিকেএসপিতে আজ এই দুজনের ব্যাটে পিষ্ট হয়েছে ঢাকা মেট্রোর বোলিং। দ্বিতীয় দিনে খুলনা তুলেছে ৩৪৭ রান, ঢাকা মেট্রো উইকেট নিতে পেরেছে মাত্র একটি! দ্বিতীয় উইকেটে ২৮১ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন বিজয় ও মেহেদী। প্রথম ইনিংসে খুলনার লিড ২৫৭ রানের

এই ম্যাচ ড্র করলেই এবারের জাতীয় লিগের শিরোপা জিতবে খুলনা। প্রথম দুই দিনে যা অবস্থা তাতে ঢাকা মেট্রো ইনিংস ব্যবধানে হারে কি না, কে জানে!

প্রথম দিনে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ার সেরা ৭ উইকেট শিকারে ঢাকা মেট্রো গুটিয়ে যায় মাত্র ১১৩ রানেই। জবাবে খুলনা দিন শেষ করেছিল বিনা উইকেটে ২৩ রানে। সৌম্য সরকার ১১ ও বিজয় ১২ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন।

কুয়াশার কারণে প্রথম দিনে খেলা শুরু হয়েছিল দুপুর পৌনে ১টায়। আজ অবশ্য সোয়া ১০টার মধ্যেই শুরু হয়ে যায় ব্যাট-বলের লড়াই।

দক্ষিণ আফ্রিকা সফরের পর বিপিএলেও বাজে সময় কাটনো সৌম্য ব্যর্থ জাতীয় লিগেও। আগের দিনের ১১ রানের সঙ্গে আজ আর ১৯ রান যোগ করতেই মোহাম্মদ শরীফের বলে জাহিদুজ্জামানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান।

সারাদিনে ঢাকা মেট্রোর সফলতা ওই একটিই। দিনের বাকি সময়ে তাদের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বিজয় ও মেহেদী। ৮৯ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর বিজয়ের সঙ্গে যোগ দিয়েছিলেন মেহেদী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment