আর্জেন্টিনাকে জিততে দেয়নি প্যারাগুয়ে

আর্জেন্টিনাকে জিততে দেয়নি প্যারাগুয়ে

কোপা আমেরিকা জয় করে দুরন্ত ছুটে চলা আর্জেন্টিনাকে রুখে দিলো প্যারাগুয়ে। শুক্রবার ভোরে কাতার বিশ্বকাপের বাছাইয়ে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যতেই শেষ হয়েছে।

ম্যাচ জুড়ে দারুণ সব আক্রমণ গড়লেন লিওনেল মেসি। বাঁ দিক থেকে ভীতি ছড়ালেন আনহেল দি মারিয়া। সুযোগও তৈরি হলো অনেক, কিন্তু সাফল্য মিলল না।

শেষ আধা ঘণ্টায় প্রতি-আক্রমণে পাল্টা জবাব দেওয়া প্যারাগুয়ে ভয় ধরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।

প্রথমার্ধে বল দখলে আধিপত্য করে আর্জেন্টিনা। আক্রমণেও, তবে ধার ছিল না মোটেও। তাই বিরতির আগে আর নিশ্চিত কোনো সুযোগ তৈরি হয়নি।

দ্বিতীয়ার্ধেও একইরকম আক্রমণাত্মক শুরু করে আর্জেন্টিনা। তবে বারবার শেষে গিয়ে খেই হারাচ্ছিল তারা। শেষ পর্যন্ত যার ফল আসলো ড্র।

মেসি দুই অর্ধেই গোলের সুযোগ পেয়েছেন। তবে একটু পেছন থেকে খেলায় তাঁকে খুব বেশি বক্সের ভেতরে ঢুকতে দেখা যায়নি। বাইরে থেকে খেলাটা তৈরি করে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন।

দুই অর্ধে দুটি ফ্রি-কিক পেলেও কাজে লাগাতে পারেননি। তবে শট নিয়েছেন কয়েকটি। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা।

গোলশুন্য ড্রয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার ধারা আর্জেন্টিনা বজায় রাখলেও পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে না পারায় হতাশ হতেই পারেন কোচ লিওনেল স্কালোনি।

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা।

 

আপনি আরও পড়তে পারেন