ইছামতী নদীতে আবারো শুরু হলো হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ

13925320_931062833671374_2150733992390824802_n

মোঃ নাজমুল হোসেন
স্টাফ রিপোর্টার

আবহমানকাল থেকে বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ, তবে কালের পরিক্রমায় হারিয়ে গেলেও সাম্প্রতিক কয়েক বছরে তা আবার জনপ্রিয় হয়ে উঠছে। এর বাস্তব প্রমান, ১৮ই আগস্ট ১লা ভাদ্র বৃহস্পতিবার ঢাকা জেলার নবাগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বি. কে. বি. গোল্ডেন যুব সংঘ ও খানেপুর, শৈল্লা, আলালপুর, কান্দাবারিল্লা গ্রাম কতৃক আয়োজিত ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা।

13920844_851607451636370_5509625978835752223_n

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৫ টি নৌকা অংশ গ্রহন করে। নৌকা গুলোর নাম হলো শাহ্‌জালাল, খানবাড়ী, মাসুদ মোল্লা, রকেট এবং নানা নাতী।

এক সময় এ দেশে যোগাযোগ ছিল নদী কেন্দ্রিক আর বাহন ছিল নৌকা।
নৌ শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো বিভিন্ন শিল্পকেন্দ্র। এসব শিল্পে যুগ যুগ ধরে তৈরি হতো দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবে করে একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা হতো।
কালের পরিক্রমায় ‘মেসোপটেমিয়ার’ মানুষদের শুরু করা খেলাটি আমাদের দেশেও চলে আসে। শুরু হয় নৌকা বাইচ।

উক্ত নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারুয়াখালি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়নশ্রী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রিপন মোল্লা, মোঃ লাল মিয়া ইউপি বারুয়াখালি ইউপি সদস্য ৮নং ওয়ার্ড, জমাত আলী বারুয়াখালি ইউপি সদস্য ৯নং ওয়ার্ড, আনিসুল ইসলাম নয়নশ্রী ইউপি সদস্য ৫নং ওয়ার্ড, প্রান গবিন্দ হালদার সমাজ সেবক, আনোয়ার হোসেন সভাপতি বি. কে. গোল্ডেন যুব সংঘ, আব্দুল রাজ্জাক সাধারন সম্পাদক বি.কে. গোল্ডেন যুব সংঘ, বাচ্চু মল্লিক ক্রীয়া সম্পাদক বি. কে. গোল্ডেন যুব সংঘ, মোঃ জালাল উদ্দিন এস আই বারুয়াখালী তদন্ত কেন্দ্র, মোহাম্মদ আলী সাধারন সম্পাদক কৃষকলীগ বারুয়াখালী ইউপি, সালাউদ্দিন বিদুৎ সহ আরো উপস্থিত ছিলেন, কবির হোসেন, সাইফুল ইসলাম, মোঃ বাদশা মিয়া, আলামিন, হুমায়ন কবির, তোফাজ্জল হোসেন, মোঃ রিপল, মোঃ রাসেল, আব্দুল কাদের, পান্নু, সোহেল, শেহের বেপারী, দানেচ বেপারী, মুকুল প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment