উড়ন্ত গাড়ি বাজারে আনছে চীন

উড়ন্ত গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা চীনা প্রতিষ্ঠান এক্সপিং। তবে কবে নাগাদ ক্রেতারা গাড়িটি কিনতে পারবেন তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। 

চীনের রাজধানীতে চলমান ‘বেইজিং মোটর শো’তে এ গাড়িটির একটি প্রোটোটাইপ দেখানো হয়েছে। করোনাকালে সবচেয়ে বড় এ আন্তর্জাতিক শোটি শুরু হয়েছে শনিবার (২৭ সেপ্টেম্বর) এবং প্রথম দিনই এই উড়ন্ত গাড়ির প্রোটোটাইপের প্রদর্শনী করে এক্সপিং।

এদিকে ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলাও উড়ন্ত গাড়ি নির্মাণ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

এক্সপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হি জিয়াপিং জানিয়েছেন, নতুন প্রযুক্তির এই গাড়ি নির্মাণের জন্য একটি ফান্ড গঠন করা হচ্ছে যেখানে বেশিরভাগ অংশের মালিকানা থাকবে তার।

উড়ন্ত এ গাড়িটি ড্রোনের মত নিচু উচ্চতা দিয়ে উড়বে; সর্বনিম্ন ৫ মিটার ও সর্বোচ্চ ২৫ মিটার উচ্চতায় এটি উড়ে চলতে পারবে। এর ৮টি টার্বোফ্যান থাকবে। গাড়িটি ২ জন যাত্রী বহনে সক্ষম হবে।

আপনি আরও পড়তে পারেন