একাই ৩০০ করলেন মালান

বিপিএলের সময় যত বাড়ছে তত বিদেশি খেলোয়াড়রা আলো ছড়াচ্ছে। শুরুর দিকে দেশিরা রান পেলেও এখন একটু ব্যতিক্রম। সেই সুযোগে বিদেশি তারকারা এগিয়ে গেল। দুই পর্ব শেষে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় একে ডেভিড মালান। তিনি একাই করলেন ৩০০ রান।

কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে অংশ নিয়ে এই রান ঝুলিতে পুরেছেন মালান। যার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ১০০। ব্যাটিং গড়ও দুর্দান্ত-৭৫.০০। যার মধ্যে রয়েছে এক ফিফটিও।

এই তালিকায় দ্বিতীয় নামটি আরেক বিদেশি রিলে রুশোর। খুলনা টাইগার্সের হয়ে এবারের বিপিএল মাতানো প্রোটিয়া তারকা এরিমধ্যে করেছেন ৫ ম্যাচে ২৫৯ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৬। ব্যাটিং গড় ৮৬.৩৩।

এ দিকে রান সংগ্রাহকের তালিকায় তিনে চট্টগ্রামের ওয়ালটন। ৭ ম্যাচ থেকে ২৪০ রান করেছেন এই ওয়েস্ট ইন্ডিজ সেনসেশন। সর্বোচ্চ অপরাজিত ৭১। ব্যাটিং গড় ৬০.০০।

চার থেকে ছয় পর্যন্ত যথাক্রমে চার্লস, ইমরুল কায়েস আর ফার্নান্দো। সিলেট থান্ডারের হয়ে ৬ ম্যাচ খেলে ২৩৬ রান করা চার্লসের সর্বোচ্চ ৯০। ইমরুল খেলেছেন ৭ ম্যাচ। রান করেন ২৩৫। সর্বোচ্চ ৬২। এ ছাড়া চট্টগ্রামের ফার্নান্দোর নামের পাশে ২২১ রান। সর্বোচ্চ ৭২।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন