এগিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ

এগিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ

২০০৫ সালের পর সাফে আবার ফাইনাল খেলতে গেলে যেখানে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশ দলকে, সেখানে জামাল ভূঁইয়াদের জয় আটকে কোনোরকম ড্র করে ১ পয়েন্ট পেলেই ফাইনালে যাবে নেপাল।  এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রথমার্ধটা মনে রাখার মতোই হয়েছে বাংলাদেশের। নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল।

প্রথমার্ধে লাল-সবুজের প্রতিনিধিরা ১-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে। এই স্কোরলাইন আর ৪৫ মিনিট ধরে রাখলে ২০০৫ সালের পর আবার সাফের ফাইনাল খেলবে বাংলাদেশ।

দুই ম্যাচ পর একাদশে ফেরা ফরোয়ার্ড সুমন রেজার গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নিয়েছে। টুর্নামেন্টের আগের দুই গোলের মতোই আজকের গোলটি এসেছে ডেডবল থেকেই। অধিনায়ক জামালের ফ্রি-কিক সাদউদ্দিনের মাথা ঘুরে বল আসে সুমনের কাছে। সুমন ঠান্ডা মাথায় জালে পাঠান। গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল। বিশেষ করে আরো দুই কর্নার থেকে। সেই দুই কর্নারে নেপালের গোলবারে ভীতিকর কিছু করতে পারেনি বাংলাদেশ।

নেপাল গোল পরিশোধের চেষ্টা করেছে। দুই-তিন বার সংঘবদ্ধ আক্রমণে বাংলাদেশের রক্ষণে কিছুটা আতঙ্ক ছড়ালেও বিপদজনক কিছু হয়নি। নেপাল ০-১ গোলে পিছিয়ে থাকলেও তাদের ম্যাচে ফেরার সুযোগ শেষ মিনিট পর্যন্ত। স্কোরলাইন ১-১ করতে পারলেই তারা ৭ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে। সাফ পাবে নতুন ফাইনালিস্ট। বাংলাদেশ এই স্কোরলাইন বজায় রাখতে পারলে চতুর্থবারের মতো খেলবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপের ফাইনাল।

আপনি আরও পড়তে পারেন