এবার রসুনের ডাবল সেঞ্চুরি, পেঁয়াজ ১৩০

সিলেটের বাজারে হঠাৎ বেড়েছে রসুনের দাম। এক সপ্তাহের ব্যবধানে বাজারে রসুনের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে দেশি রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫০ টাকায়। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪০ টাকায়।

নগরের রিকাবীবাজারের ব্যবসায়ী শফিক মিয়া জানান, এখন রসুনের মৌসুম শেষ। পাইকারি বাজারে সরবরাহ কম। তাই দাম বাড়ছে।

একই বাজারের ক্রেতা তানভীর হোসেন বলেন, বাজারের উপর সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। রসুন, পেঁয়াজসহ কোনও না কোনও পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছেই।

এদিকে সিলেটের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বাজারে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কমেছে গড়ে ১০ থেকে ১৫ টাকা। বাজারে পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজের দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ টাকা আর দেশি নতুন পেঁয়াজ ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। তুরস্ক ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে।

আপনি আরও পড়তে পারেন