‘এসি রুম ছেড়ে মাঠে গেলে বুঝবেন কতটা গরম’

‘এসি রুম ছেড়ে মাঠে গেলে বুঝবেন কতটা গরম’

সেঞ্চুরি হাঁকিয়ে মাঠেই কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হাত-পায়ের মাসলে ক্র্যাম্প করায় ব্যাট করতে কষ্ট হচ্ছিল তার। কয়েক দফা ফিজিওর সাহায্য নিয়ে ব্যাটিং করতে হয়েছে। চা বিরতির পর আর নামতেই পারেননি। ১৩৩ রানে ‘রিটায়ার্ড হার্ট’ এই বাঁহাতি। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স জানালেন, অতিরিক্ত গরমের কারণে রানিং বিটুইন দ্য উইকেটে সমস্যা হচ্ছিল তামিমের।

চট্টগ্রামে তাপমাত্রা ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভব হচ্ছে আরো বেশি। এই প্রখর রোদে তামিম ব্যাট করেছে। দুই দিনে খেলেছেন ২১৭ বল। তামিমের কষ্ট বুঝতে সাংবাদিকদের সিডন্স আহ্বান করলেন, এসি রুম ছেড়ে মাঠে যেতে। যদিও এখন আগের থেকে ভালো আছেন তামিম। আগামীকাল আবার ব্যাটিংয়ে নামতে পারবেন তিনি।

সিডন্স বলছিলেন, ‘দুইদিন মাঠে থাকার পর যে ব্যাটিংটা সে করেছে, রানিং বিটুইন দ্য উইকেট করতে হয়েছে এই গরমে। এমন অবস্থায় শরীরে শক্তি ধরে রাখা কঠিন। আপনারাও যদি এসি রুম ছেড়ে মাঠে যান বুঝতে পারবেন এটা কতটা গরম ও আপনাকে কিভাবে ডিহাইড্রেট করে দেয়। ওর ক্র্যাম্পের বিষয়টা আমি তাই বুঝি। তবে আমার বিশ্বাস সে কাল ঝরঝরে হয়েই নামবে। সঠিক পরিমানে খাবার ও পানি খেলে অবশ্যই সে ঠিক হয়ে যাবে।’

চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার থেকে এখনো ৭৯ রানে পিছিয়ে থাকলেও পরিস্থিতি বিবেচনায় চালকের আসনে বসানো যায় স্বাগতিকদের। উদ্বোধনি জুটিতে তামিম আর মাহমুদুল হাসান জয়ের ১৬২ রানের পার্টনারশিপে শক্ত ভিত পেয়ে যায় বাংলাদেশ দল। এই দুইজনকে প্রশংসা বন্যায় ভাসানেল সিডন্স।

টাইগারদের অস্ট্রেলীয় ব্যাটিং কোচ বলেন, ‘তামিম-জয় দুজনই গতকাল যেভাবে শুরুটা করেছিল সেটা আজ পূর্ণতা দিয়েছে। তামিমের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তবে আরও রান করবে কোন সন্দেহ নেই। মোটের ওপর বলতে হয় আজ যা হয়েছে এটাই আমরা চেয়েছিলাম।’

তবে আবারও ব্যাট হাতে হতাশ করেন অধিনায়ক মুমিনুল হক। নাজমুল হোসেন শান্তও নিজেকে মেলে ধরতে পারেননি। যদিও তাদের নিয়ে চিন্তিত নন সিডন্স, ‘আসলে ব্যাটিং বিভাগটা কিন্তু সব ব্যাটসম্যানদের নিয়েই। যখন অনেকে ভালো করে তখন এক-দুইজনের বাজে ইনিংস বা দিন আপনি মেনে নিতে পারেন। আমি ওদের নিয়ে মোটেই উদ্বিগ্ন না। দু’জনই ভালো ব্যাট করতে পারে। কিন্তু আমাদের ব্যাটিং ইউনিট হিসেবে দেখতে হবে। সেদিক থেকে এই ম্যাচে আমরা বেশ ভালো করেছি। আশা করি দ্বিতীয় ইনিংসে ও দ্বিতীয় টেস্টে ওরা ভালো করতে পারবে।’

টেস্টের প্রথম ইনিংসের আগে ব্যাট করে ৩৯৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৩১৮ রান। অপরাজিত আছেন দুই সেট ব্যাটসম্যান মুশফিক আর লিটন। যেখানে অভিজ্ঞ মুশফিক ৫৩ এবং উইকেটরক্ষক লিটন ৫৪ রান নিয়ে আগামীকাল বুধবার ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করবেন। এই অবস্থায় সিডন্স নিজে বাংলাদেশ দলকে কোথায় রাখছেন?

জবাবে বললেন, ‘এখনও লিটন আছে, সে দ্রুত ব্যাট করতে পারে। এছাড়া সাকিবও আছে আমরা জানি সে কি করতে পারে। তামিম কাল নামবে। ওদিকে শ্রীলঙ্কা ক্লান্ত থাকবে। তো আমরা অবশ্যই ওদের চাপে ফেলতে পারব। ওরা আমাদের যে পরীক্ষা নিয়েছিল গরমে, তা আমরা ওদের ফিরিয়ে দিতে পেরেছি, কালও সেই চেষ্টা থাকবে। আমার মনে হয় ওদের ইতিমধ্যে ব্যাকফুটে ঠেলতে পেরেছি। কাল প্রথম সেশনে যদি বেশি উইকেট না হারাই তবে অবশ্যই ওদের বড় রানে চাপা দিতে পারব।’

 

আপনি আরও পড়তে পারেন