কক্সবাজারে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিতাখোলা নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জসিমউদ্দিন ইয়াবা ব্যবসায়ী। তিনি পালংখালী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হক জানান, জসিমউদ্দিন ৬-৭ মাস আগে পালংখালী পশ্চিমপাড়া বনভূমির জায়গায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। তিনি এখানকার ভোটার নন। তার কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্মাটকার্ড রয়েছে।

জসিমউদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটার হলেও মূলত পুরনো রোহিঙ্গা। তবে তার বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা ছিল বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, উপজেলার ৭নং ওয়ার্ডের চিতাখোলা এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

জসিম ইয়াবা ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন