কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরেই গোল পেলেন নেইমার। দ্য ফেনোমেননের অসাধারণ নৈপূণ্যে ৪-১ গোলে জয় পায় ব্রাজিল।

কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের জন্য সহজ হবে না। প্রতিপক্ষ শক্ত। শেষ আটের প্রতিযোগিতায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। কবে, কোথায় হবে সেই ম্যাচ? কখন দেখা যাবে দু’দলের খেলা?

৯ ডিসেম্বর শুক্রবার হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। রাত ৯টায় শুরু হবে খেলা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে যাওয়ায় কোয়ার্টারে উঠা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল ব্রাজিল সমর্থকদের মনে। কিন্তু সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সব চিন্তা দূর করে দিয়েছেন নেইমাররা।

ব্রাজিলকে পাওয়া গেছে পুরনো ছন্দে। প্রথম থেকেই আক্রমণাত্বক খেলেছে সেলেসাওরা।

প্রথমার্ধে চার গোল করেছে। ম্যাচ ছিল ৯০ মিনিটের। কিন্তু ৪৫ মিনিটেই শেষ করে দিয়েছেন রিচার্লিসনরা।

দলের হয়ে গোল পেয়েন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও পাকুয়েতা।

এর আগে সোমবার অপর প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জাপানকে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল জাপান। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও গোল হয়নি। অবশেষে টাইব্রেকারে জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। টাইব্রেকারে জাপানের তিনটি পেনাল্টি বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

 

আপনি আরও পড়তে পারেন