গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে ইঞ্জিনটি সচল হওয়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে ষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে শিলাসী আউটার সিগন্যালে গিয়ে অজ্ঞাত কারনে হঠাৎ ইঞ্জিনটি বিকল হয়ে যায়।পরে ট্রেনটি পুনরায় গফরগাঁও স্টেশনে এনে ইঞ্জিন পুনরায় সচল করা হয়। ১০টা ৫৮মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এতে হাজারও যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

ট্রেন চালক নূরনবী পূর্ব পশ্চিমকে বলেন, গফরগাঁও ষ্টেশনে থেকে অল্প দূরে ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যায়। কি জন্য বন্ধ হয়েছে তা আমি বলতে পারবোনা।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। ট্রেনটি ৯টা ১৮ মিনিটে ষ্টেশনে ইন করে এবং ১০টা ৫৮মিনিটে ছেড়ে যায়।

আপনি আরও পড়তে পারেন