নারায়ণগঞ্জে মেয়র পদে হ্যাটট্রিক বিজয়ের পথে নৌকার আইভী

নারায়ণগঞ্জে মেয়র পদে হ্যাটট্রিক বিজয়ের পথে নৌকার আইভী

কোনোরকম গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ায় দ্রুত আসছে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে মেয়র পদে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের চেয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

 

নারায়ণগঞ্জ সিটির মোট ১৯২ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৭৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের চেয়ে প্রায় ৬৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ১৬৭ ভোট। । অপর দিকে হাতি প্রতীকে তৈমূর পেয়েছেন ৮৫ হাজার ১২৯ ভোট।

 

সর্বশেষপ্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে অনেকেই মনেই করছেন, নারায়ণগঞ্জে মেয়র পদে হ্যাটট্রিক বিজয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার।

এবার নির্বাচনে মোট ৭টি দল অংশগ্রহণ করেছে। মেয়র পদে নির্বাচন করেছেন ৭ জন। এ নির্বাচনে সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনি আরও পড়তে পারেন