ফুরিয়ে যাননি, দেখালেন রাজ্জাক

ফুরিয়ে যাননি, দেখিয়ে দিলেন রাজ্জাক। চার বছর পর ফিরেই উইকেট! দারুণ প্রত্যাবর্তন স্পিনার আব্দুর রাজ্জাক রাজের। নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই ওপেনার করুণারত্নেকে (৩) ফেরান রাজ্জাক। অভিজ্ঞ এ বোলারের হাত ধরেই সকাল সকাল উইকেটের স্বাদ নেয় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ  ১৫  ওভারে এক উইকেটে ৬০ রান।গত ক’য়েকদিন ধরে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিলো। চট্টগ্রাম টেস্টে একাদশে স্থান না হলেও ঢাকা টেস্টে মাঠে নামছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। হ্যাঁ, সেই গুঞ্জন, আলোচনাই বাস্তবতা পায়। ঢাকা টেস্টে একাদশে ফিরেন রাজ্জাক।প্রথম শ্রেনীর ক্রিকেটে একমাত্র বাংলাদেশি তিনি, যার ঝুলিতে রয়েছে ৫০০ উইকেট। কিন্তু জাতীয় দলের বাইরে সেই ২০১৪ সাল থেকে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এই শ্রিলঙ্কার বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।ঢাকাতেও তিন স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজালো স্বাগতিকরা। এক পেসার মানে একাদশে মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামে একাদশে ছিলেন সানজামুল হক। কিন্তু বড়ই বিবর্ণ গেছে তার এই টেস্ট অভিষেক। ১৫৩ রান দিয়ে মাত্র এক উইকেট নেন তিনি।ফলে ঢাকা টেস্টের প্রাথমিক দলেই রাখা হয়নি সানজামুলকে। তার জায়গায় ৪ বছর পর জাতীয় দলে ফিরলেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সাকিব দলে না থাকায় স্পিন বিভাগের অবস্থা আসলে বেহাল। তাই অভিজ্ঞ রাজ্জাককে পরখ করছে টিম ম্যানেজমেন্ট।ব্যাটিং অর্ডারেও এসেছে পরিবর্তন। প্রথম টেস্টে হেরাথকে খেলতেই পারেননি মোসাদ্দেক। চট্টগ্রামে দুই ইনিংসেই ব্যর্থ তিনি। এ সুযোগে একাদশে চলে এসছেন  সাব্বির রহমান। মোসাদ্দেকের জায়গাতেই ব্যাট করবেন সাব্বির।বাংলাদেশ দলের  একাদশমাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবদুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment