বিজেপির ‘পদ্ম’ ফুলের প্রার্থী হতে চান কঙ্গনা

বিজেপির ‘পদ্ম’ ফুলের প্রার্থী হতে চান কঙ্গনা

বলিউডের আলোচিত ও সমালোচিত নায়িকাদের মধ্যে কঙ্গনা রানাওয়াত অন্যতম। বিতর্কিত মন্তব্য, সাহসী প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। বলিউডের সফল নায়িকাদের তালিকায় তিনি নাম লিখিয়েছেন আগেই। এবার রাজনীতিতে নিজের নাম লেখাতে চান কঙ্গনা।

 

আপন করে নিতে চান বিজেপির নরেন্দ্র মোদির আদর্শকে। গায়ে জড়াতে চান বিজেপির পতাকা। ইতিমধ্যে কঙ্গনা জানিয়েছেন, হিমাচলের বিধানসভা নির্বাচনে বিজেপির ‘পদ্ম’ ফুলের প্রার্থী হতে চান তিনি।

 

অনেক দিন ধরেই কঙ্গনার বিজেপিতে আসা নিয়ে জল্পনা চলছিল। এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর আদর্শ। সেই কারণেই পদ্মশিবিরের প্রতি এতটা ভালোবাসা রয়েছে বলিউড কুইনের। কিন্তু কংগ্রেসি পরিবারের মেয়ে কঙ্গনা রানাওয়াতের মোদিপ্রীতি কেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘২০১৪ সালে আমি প্রথমবার নরেন্দ্র মোদির কথা জেনেছিলাম। বাবা আমাকে মোদিজির কথা বলেছিলেন। সেই সময় মোদি ম্যানিয়া আমার পরিবারকেও স্পর্শ করেছিল। আচমকাই আমার কংগ্রেসি পরিবার গেরুয়া শিবিরকে সমর্থন করতে শুরু করে। সবটাই একটা মানুষের জন্য। ’

 

কঙ্গনা আরো বলেন, ‘এখন আমার বাবা ঘুম থেকে উঠে জয় মোদিজি বলেন। ঘুমাতে যাওয়ার আগে জয় যোগীজি বলেন। পুরোপুরি বিজেপি হয়ে গেছেন তিনি। ’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় উচ্ছ্বসিত কঙ্গনা বলেন, ‘মোদির সঙ্গে সহজেই কথা বলা যায়। কেউ ব্যবসার কথা বলেন, কেউ কৃষকদের কথা বলেন। কিন্তু নরেন্দ্র মোদি সবার সঙ্গে একইভাবে কথা বলতে পারেন। সবার সঙ্গে অদ্ভুতভাবে কানেকশন তৈরি করতে পারেন। মোদিজিকে আপন করে নেওয়া যায়। তাঁর আদর্শকে আপন করে নেওয়া যায়। একজন আদর্শ নেতার তো এ রকমই হওয়া উচিত।  উনি গুজরাটের চেহারাই পাল্টে দিয়েছেন। গোটা পৃথিবী তাকে বিশ্বগুরু মানছে। কভিডকে উনি যেভাবে সামলেছেন তা প্রশংসনীয়। তাঁর সাফল্যের তালিকা বিরাট বড়। যা শেষ হওয়ার নয়। ’

এদিকে বলিউড কুইনের রাজনীতিতে যোগদানের ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে কঙ্গনা নির্বাচনী টিকিট পাবেন কি না সেই সিদ্ধান্ত বিজেপির নির্দিষ্ট নিয়ম মেনেই হবে বলে জানিয়েছেন তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাড্ডা বলেন, ‘কঙ্গনা বিজেপিতে যোগ দিলে আমরা স্বাগত জানাব। ’

 

 

আপনি আরও পড়তে পারেন