ভারতের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড শিবিরে দুই নতুন মুখ

ভারতের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড শিবিরে দুই নতুন মুখ

আসন্ন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেড)। ভারতের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে নেতৃত্বের দায়িত্বে থাকবেন মিচেল স্যান্টনার। তবে নতুন মুখ হিসেবে দলে যুক্ত হয়েছেন দুই ক্রিকেটার।

মূলত ভারতের বিপক্ষে টি-সিরিজে থাকছেন না কেইন উইলিয়ামসন ও টিম সাউদি। সে কারণে নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েছেন মিচেল স্যান্টনার। চমক হিসেবে প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন বেন লিস্টার ও অলরাউন্ডার হেনরি শিপলি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ২৭ ও ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি যথাক্রমে রাঁচি, লখনৌ ও আহমেদাবাদে ভারত-নিউজিল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ মাঠে গড়াবে।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডিন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডুফি, লুকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপ্পন, হেনরি শিপলি, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

 

আপনি আরও পড়তে পারেন