ভারতের মাটিতেই হবে আইপিএলের ১৪তম আসর

ভারতের মাটিতেই হবে আইপিএলের ১৪তম আসর

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর করোনার কারণে বাধাগ্রস্ত হয়েছিল। আর তাই নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি এই টুর্নামেন্ট। এমনকি ভারতের মাটিতেও করা যায়নি আয়োজন। খেলা গড়িয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে ১৪তম আসর হবে ভারতের মাটিতেই। দেশের মাটিতেই আইপিএল করতে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

আইপিএলের আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার চিন্তাভাবনাও করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক সাক্ষাৎকারে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল জানিয়েছেন, ‘ভারতেই আইপিএল করার ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিকল্প কিছু ভাবছি না। কোভিডের কথা যদি বলা হয় তাহলে বর্তমানে ভারতের পরিস্থিতি ভালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ভারতেই হবে এবারের আইপিএল।’

এদিকে আসর শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের এপ্রিলে। প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্ট নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। বিসিসিআইর পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে। 

এবারের টুর্নামেন্টে মাঠে দর্শক প্রবেশের বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে জানান বোর্ডের কর্মকর্তারা।

আপনি আরও পড়তে পারেন