যুবকের পায়ুপথে ১০০০ ইয়াবা, অতঃপর…

যুবকের পায়ুপথে ১০০০ ইয়াবা, অতঃপর...

শুক্রবার সন্ধ্যায় শহরের মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফেনীতে পায়ুপথে ইয়াবা পাচারকালে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৫ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদের নেতৃত্বে একটি টিম মহিপালে অভিযান চালায়। এসময় জাকির হোসেনকে আটক করে তল্লাশি করে। এক পর্যায়ে তিনি পায়ুপথে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

গ্রেফতার হওয়া জাকির কক্সবাজার জেলার টেকনাফ থানার আলী হোসেনের ছেলে।

এ ঘটনায় এসআই তাজউদ্দিন বাদি হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। পরে তাকে সংশ্লিষ্ট মামলার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

আপনি আরও পড়তে পারেন